বিএনপি ক্ষমতার পাগল নয়, ক্ষমতা বিএনপির প্রাপ্য : ফজলুর রহমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, "বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, ক্ষমতা বিএনপির প্রাপ্য।" তিনি শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরের অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনসভায় এই মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ গেছে, তারা মাঠে নেই। এখন বিএনপি হলো দেশের প্রধান রাজনৈতিক দল।
এখন নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পাবে। ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ-বালাই দমন করেছি আমরা। এখন ধান কি অন্যের ঘরে যাবে? তা হতে পারে না। রক্তে বোনা এই ধান পাওয়ার ন্যায্য অধিকার শুধু বিএনপিরই আছে।

জনগণ হচ্ছে দেশের মালিক। ইউনূস সাহেবরা হলেন পাহারাদার। কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবে, কোন দলে হবে।

দেশে চলমান বিশৃঙ্খলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করেছে, অন্যায়ভাবে জেলে দিয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগের মতো চলতে চাই না। আমরা চাই, দেশের আইন সঠিকভাবে চলুক। আমি বলি, আওয়ামী লীগের নির্দোষ লোকদের নির্যাতন করা যাবে না। তাদের ওপর অন্যায় আচরণ করা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পর আমরা অনেক অন্যায় হতে দেখছি। মাজার ভেঙে ফেলা হচ্ছে। সংস্কৃতি ও গান-বাজনায় বাধা দেওয়া হচ্ছে। সংস্কৃতি হচ্ছে মানুষের মনের খোরাক। এগুলোকে রক্ষা করতে হবে। দেশের মানুষ গান শোনে। তারা লালন, হাসন রাজা, রাধারমনের গান শোনে। তাই আমি বলি দেশে ধর্ম থাকবে। বাঙালির সংস্কৃতিও থাকবে। ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা যেমন পাবে, তেমনি স্কুল-কলেজেও যাব। তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারবে না। পৃথিবীতে বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারে না। বিজ্ঞান মানতে হবে। বিজ্ঞান থাকবে, ইসলামও থাকবে। এই দুইটা সমানে সামনে চলবে। তা না হলে পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ হতে পারব না।’

একাত্তর ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা ভালো মানুষ নয়। আপনি যদি মুক্তিযুদ্ধকে না মানেন, আমি আপনাকে রাজাকার বলব। মুক্তিযুদ্ধকে না মানলে আমি বলব আপনার পূর্বপুরুষ আলবদর ও দালাল ছিল। এ জন্য আপনারা আমাকে যত গালাগালিই করেন না কেন, আমি মুক্তিযুদ্ধকে ছাড়তে পারব না। কারণ আমরা লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছি।’

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে মাইনা আপনি পাল্লা (দাঁড়িপাল্লা) মার্কায় ভোট চান, ডালিম মার্কায় ভোট চান, ইসলামের কথা বলে ভোট চান, হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান, আহলে হাদিসের নামে ভোট চান। আমার আপত্তি নেই। মানুষ যদি আপনাদের ভোট দেয়, ইসলামের কথা শুনে যদি ভোট দেয়—আপনি দেশ চালান। আপনাকে আমি স্যালুট করব।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে হাসিনার কোনো সম্পর্ক নেই। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক নয়। এখন হাসিনা ফেল করেছে। তাই বলে তার সঙ্গে মুক্তিযুদ্ধ তো ফেল করেনি। একটা জাতির মুক্তিযুদ্ধ কখনো ফেল করে না। যারা এসব বলছে তারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চায়, ছোট করতে চায়।’
ফজলুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম প্রসঙ্গে বলেন, ‘আল্লাহর পরে এই এলাকার মানুষ হচ্ছে আমার মালিক।

আমি নেতা না, আমি আপনাদের গোলাম। আমি এখাকার প্রতিনিধি হতে পারলে, এখানে যেন ওয়াজ হবে, তেমনি ফুটবল খেলা হবে, সংস্কৃতিচর্চা হবে। ইসলামী শিক্ষা যেমন থাকবে, তেমনি থাকবে জ্ঞান-বিজ্ঞাননির্ভর আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানও। থাকবে মানুষের জীবন-জীবিকার অর্থনৈতিক সুযোগ-সুবিধা।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণত ৩ মাসের মধ্যে নির্বাচন হতে হয়। আপনারা ৮ মাস পার করে ফেলেছেন। নানা অজুহাতে, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন। কখনো বলেন, ডিসেম্বরে, কখনো বলেন জুনে। আমরা হাসিনা সরকারকে বিদায় করেছি নতুন আরেকটি সরকার বা প্রধানমন্ত্রীর জন্য। কাজেই দ্রুত নির্বাচন দিতে হবে। অনির্বাচিতদের হাতে বেশিদিন দেশ থাকতে পারে না। নির্বাচনের মাধ্যমে দেশের মালিকদের পছন্দের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান চাওয়া।’

সমাবেশে অন্যান্যের মধ্যে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন মুকুল, অষ্টগ্রাম সদর বিএনপির সভাপতি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সাধারণ সম্পাদক মো. দানাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরএ 

Share this news on:

সর্বশেষ

img
বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ৪০ দেশের বিনিয়োগকারী Apr 06, 2025
img
আমিরাতের সহযোগিতায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব : ক্রীড়া উপদেষ্টা Apr 06, 2025
img
নেপোটিজম নয়, লড়াই দিয়েই আসল সফলতা অর্জন করতে হয় : নীল নিতিন মুকেশ Apr 06, 2025
img
‘আলো আসবেই’ গ্রুপে নাম জড়িয়ে প্রতিবেদন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নায়িকার Apr 06, 2025
ঈদে ৩২% সড়ক দুর্ঘটনার নেপথ্যে ব্যাটারিচালিত রিকশা Apr 06, 2025
আজকের জন্য ইনকাম বন্ধ Apr 06, 2025
যেভাবে কাটছে বিডিআর পরিবার গুলোর দিন Apr 06, 2025
কোন দলের জনপ্রিয়তা বেশি, বিএনপি–জামায়াত নাকি এনসিপি? Apr 06, 2025
img
৯ মাসে ৬ দেশের বিপক্ষে ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ Apr 06, 2025
‘যে সরকারেই ক্ষমতায় থাকুক ক্রীড়া ক্ষেত্রটা ক্রীড়ানুরাগীদের হাতে থাকা উচিত’ Apr 06, 2025