সিরাজগঞ্জে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় অটোভ্যানের আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী পল্লী বিদ্যুতের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) ও রায়গঞ্জের ঘুড়কার দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার সাহা (৫৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মুরগিবাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাবার পথে পল্লী বিদ্যুতের সামনে পৌছলে ভুইয়াগাতী থেকে ঘুড়কাগামী যাত্রীবাহী অটোভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মেরাজুল ইসলাম ও সুশান্ত কুমার সাহা মারা যায়। আহত হয় আরো ৫ যাত্রী।

তিনি আরো বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএ

Share this news on: