অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি লেনিন

অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ নির্বাচনে নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসন থেকে লিবারেল পার্টির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকির আলম লেনিন। এবারের নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি একটি উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখতে বাংলাদেশী কমিউনিটি ও অস্ট্রেলিয়ার নাগরিকদের দোয়া ও সমর্থন চেয়েছেন।

জাকির আলম লেনিনের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তার দাদা মাজহারুল আলম ভূঁইয়া ছিলেন জমিদার। বাবা মোতাহের আলম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী রাজনীতিবিদ ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

জাকির আলম লেনিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর শাখার সিনিয়র সহ-সভাপতি ও ১৯৯৬ সালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নেতৃত্ব দেন।

ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। ফুটবল, ক্রিকেট ও লন টেনিসে তার পারদর্শিতা তাকে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিত করে তোলে।

পেশাগত জীবনে তার সূচনা ঘটে বাংলাদেশের বহুজাতিক চা কোম্পানি জেমস ফিনলে-তে সহকারী ব্যবস্থাপক হিসেবে। ২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন এবং সেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা এবং অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রিয়েল এস্টেট ও ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসায় নিয়োজিত এবং এ বিষয়ে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ায় তিনি বাংলাদেশী কমিউনিটির অন্যতম সংগঠন জিয়া ফোরাম, অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোভিড-১৯ মহামারীর সময় উল্লেখযোগ্য সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তার সংগঠন কোভিড হিরো অ্যাওয়ার্ড অর্জন করে।
উল্লেখ্য, আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএ
 

Share this news on:

সর্বশেষ

img
আইসিসিতে নয়, আইসিটিতেই হবে মানবতাবিরোধী অপরাধের বিচার : চিফ প্রসিকিউটর Apr 08, 2025
img
জুলাই সনদের আলোকেই আগামী নির্বাচন : আলী রিয়াজ Apr 08, 2025
img
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ Apr 08, 2025
সাকিব তামিমদের ছাড়িয়ে পিএসএলে আলো ছড়াতে পারবেন নাহিদ,লিটন,রিশাদরা? Apr 08, 2025
তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চান না বিসিবি Apr 08, 2025
অবশেষে অনুশীলনে ফিরলো বি'দ্রো'হী নারী ফুটবলাররা Apr 08, 2025
আবাবিল পাখি ভীষণ প্রয়োজন, ওমর সানীর আবেগী আহ্বান Apr 08, 2025
img
প্রথম ৫ দিনেই রেমিট্যান্স ১৪৬৪ কোটি টাকা, ইতিহাস গড়ছে প্রবাসীরা Apr 08, 2025
ভিউ পেতে সন্তানকে ব্যবহার করছেন ক্রিম আপা! Apr 08, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে ভাঙচুর Apr 08, 2025