বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, 'বর্তমান সরকারের দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “ভারতের সহযোগিতায় শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে তার পিতার আমলেও দুর্নীতি ও দমন-পীড়নের ইতিহাস ছিল, ঠিক তেমনিভাবে গত দেড় দশকে গুম, খুন ও নিপীড়নের ধারাবাহিকতা দেখা গেছে। সাম্প্রতিক জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে, যার পেছনেও ভারতীয় সহায়তা ছিল বলেই আমরা মনে করি। ভারতের উচিত ব্যক্তি বা রাজনৈতিক দল নয়, রাষ্ট্রভিত্তিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশকে সহযোগিতা করা।'

গতকাল শনিবার (৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় সনাতনী দেবালয়ে অষ্টমী স্নান অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলমত নির্বিশেষে সুন্দর বাংলাদেশ গঠনে গুরুত্বারোপ করেছেন। আর তারেক রহমান ৩১ দফা দিয়ে সংস্কারের কথা বলেছেন, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, মিডিয়া কমিশন, বিচারলয়সহ সকল কিছু বলা আছে। আমরা লড়াই সংগ্রাম করেছি ভোটের জন্য, ভোটাধিকারের জন্য। এক ব্যক্তির শাসন, কর্তৃত্ববাদ ও ফ্যাসিস্ট শাসন আমরা চাই না। বিগত দিনে (হাসিনার আমলে) অপশাসনের ফলেই আজকে গণতন্ত্র হুমকির মুখে।’

তিনি বলেন, ‘নতুন অধ্যায়ে পরিবর্তিত সময়ে আমরা সবাই একত্রিত হয়েছি। এ অধ্যায়ে সবার আগে থাকবে বাংলাদেশ। দেশকে রক্ষায় আমাদের আলাদা হওয়ার কিছু নেই। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দ্রুত হাসিনা এবং তার দোসরদের বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, সাধারণ সম্পাদক মানিক সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
কক্সবাজারে রেল ক্রসিংয়ে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর Apr 06, 2025
img
সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন : নজরুল ইসলাম খান Apr 06, 2025
img
রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত Apr 06, 2025
img
সারা দেশে কর্মসূচি ছাত্রদলের Apr 06, 2025
img
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা Apr 06, 2025
img
ভূমি সেবায় আধুনিক যুগের সূচনা : 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর পথে সরকার Apr 06, 2025
img
ভুলভাবে ডাবের পানি খেলে হতে পারে মৃত্যু! Apr 06, 2025
img
সংস্কার নিয়ে আগামীকাল এবি পার্টির সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন Apr 06, 2025
img
শহীদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই : প্রধান বিচারপতি Apr 06, 2025
img
বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি Apr 06, 2025