অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র

রিয়াল মাদ্রিদের হারের পর লা লিগার পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয় হান্সি ফ্লিকের দল। শনিবার রাতে রেয়াল বেতিসের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্রয়ে থামতে হয়েছে কাতালানদের।

ভালেন্সিয়ার কাছে রিয়াল ২-১ গোলে হেরে যাওয়ায় বার্সার সামনে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। তবে বেতিসের সঙ্গে ড্র করায় মাত্র চার পয়েন্ট ব্যবধানে শীর্ষে রয়ে গেল তারা।

ম্যাচে বলের দখলে ৭৪ শতাংশ সময় ছিল বার্সেলোনার, তারা নিয়েছে ১৩টি শট যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বেতিসের ছয় শটের দুটি ছিল লক্ষ্যে।
শুরুর দিকে কিছুটা চাপে থাকলেও দ্রুত ছন্দে ফেরে বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটেই ফেররান তোরেসের পাস থেকে গাভি গোল করে এগিয়ে দেন দলকে। শৈশবের ক্লাব বেতিসের বিপক্ষে গোল করলেও উদযাপন করেননি গাভি।

তবে এগিয়ে থাকার আনন্দ বেশি সময় টেকেনি। ১৭তম মিনিটে জিওভানি লো সেলসোর কর্নারে দুর্দান্ত হেডে সমতা ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার নাতান, এটি ছিল তার মৌসুমের প্রথম গোল।

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি বার্সা। তরেস, লেভানদোভস্কি ও ইয়ামালের শটগুলো বাঁচিয়ে দেন বেতিস গোলরক্ষক আদ্রিয়ান কিংবা প্রতিহত হয় ডিফেন্সে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বার্সেলোনা। ৫৫ মিনিটে কুন্দে, এরপর গাভি, রাফিনিয়া একের পর এক চেষ্টা চালান। কিন্তু একবার পোস্ট, একবার লক্ষ্যভ্রষ্ট কিংবা আদ্রিয়ানের গ্লাভসে আটকে যায় সব প্রচেষ্টা।

৮৮তম মিনিটে পাল্টা আক্রমণে গোলের সম্ভাবনা জাগিয়েছিল বেতিস। তবে নাতানের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান বার্সা গোলরক্ষক।
শেষ মুহূর্তে লেভানদোভস্কি ও ফেরমিন লোপেস রাফিনিয়ার ক্রসে পা লাগাতে ব্যর্থ হন, ফলে হতাশাজনকভাবে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

এই ড্রয়ে ৩০ ম্যাচে ২১ জয় ও ৪ ড্র নিয়ে ৬৭ পয়েন্টে শীর্ষে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। বেতিস ৪৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে, আর ছয়ে নেমে গেছে ৪৭ পয়েন্ট পাওয়া ভিয়ারেয়াল।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
ধর্ষণের শিকার শিশুর বাড়িঘর পুড়িয়ে দিলো ধর্ষকের ছেলে Apr 07, 2025
img
গ্লোবাল স্ট্রাইকে সংহতি, টেন মিনিট স্কুলে ক্লাস ও পরীক্ষা স্থগিত Apr 07, 2025
img
পাক-আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮: সামরিক বিবৃতি Apr 07, 2025
img
নিয়ম না মেনে ঋণ বিতরণ, বিপাকে ৭ ব্যাংক Apr 07, 2025
img
যেভাবে চিনবেন ইসরায়েলি পণ্য, ৭২৯ কি বিশেষ সংখ্যা! Apr 07, 2025
img
ইরানে হামলা হলে আরব দেশগুলোও ঝুঁকিতে পড়বে: কঠোর হুঁশিয়ারি Apr 07, 2025
img
ইসরায়েল লক্ষ্য করে গাজা থেকে হামাসের রকেট নিক্ষেপ Apr 07, 2025
img
রাজশাহীতে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে ২ জনের প্রাণহানি, আহত ৩০ Apr 07, 2025
img
গাজা ইস্যুতে বিতর্কিত মন্তব্য, ড্যাফোডিলের নারী প্রভাষকের হুমকি Apr 07, 2025
img
ইসরায়েল ত্যাগ দুই ব্রিটিশ এমপির, আচরণে চটেছে যুক্তরাজ্য Apr 07, 2025