শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রদান করা হয়েছে ‘মিত্র বিভূষণ’ সম্মাননা। এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে, এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মোদির অবদানের স্বীকৃতি হিসেবে।
শ্রীলঙ্কার চালু করা এই ‘মিত্র বিভূষণ’ পদক মূলত বিশ্বমঞ্চে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে। এই সম্মাননা দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
পদক পাওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, এই সম্মান দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের পরিচয় দেয়। এক্স-এ পোস্ট করে মোদি বলেন, আজ রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণে’ সম্মানিত করেছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মান শুধু আমার একার নয়, এটা ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি সম্মান। এটা ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি, সরকার ও শ্রীলঙ্কার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিসসানায়েকে বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে মোদিকে সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’ প্রদান করেন। দিসসানায়েকে বলেন, প্রধানমন্ত্রী মোদি এই সম্মানের যোগ্য। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিসসানায়েকে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রীলঙ্কা সরকার তাকে (নরেন্দ্র মোদি) বিদেশি রাষ্ট্রপ্রধান/সরকার প্রধান হিসেবে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসএস/এসএন