বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিপ্লব ও গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সরকার। যদিও এটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নয়, তবুও এটি জনগণের পক্ষে কাজ করছে বলেই তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই সরকার যাতে ব্যর্থ না হয়, সেজন্য আমরা শুরু থেকেই তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি। আমাদের অবস্থান পরিষ্কার—দেশে সংস্কার প্রয়োজন, তবে বড় ধরনের সংস্কারগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত। সে চিন্তা থেকেই আমরা অন্তর্বর্তী সরকারের পাশে আছি এবং সহযোগিতা করে যাচ্ছি।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিল পাড়ায় ‘শান্ত নীড়’ নামের একটি স্থানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব বারবারই বলেছেন আমরা শুনছি, নির্বাচন ডিসেম্বর হবে, কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় বড় রাজনৈতিক দলদের সঙ্গে একমত হয়। আমি এটা বিশ্বাস করতে চাই, নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হবে এবং প্রয়োজনীয় সংস্কার যেগুলো হবে না ভবিষ্যতে জনগণের সরকার যে হবেন তারাই করবেন।
বিজেপি প্রসঙ্গে পার্থ আমরা দল ঘোচাচ্ছি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, আমরা প্রাসঙ্গিক রাজনীতিতে। ঈদের পর এখন আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে যে আসন বা অন্যান্য যে আসন আমরা হয়ত জুন মাস থেকে আসনভিক্তিক আলাপ আলোচনায় যাব।
৩০০ আসনে এককভাবে বিজেপি নির্বাচন করবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও চূড়ান্ত না। সংস্কার নির্বাচনকে কোনোভাবে ইফেক্ট করে কি না, এ ব্যাপারগুলো এখনও আমাদের কাছে পরিষ্কার না, এ সরকার কোন কোন সংস্কারগুলো করবেন সে সংস্কারের ওপর অনেকটাই নির্ভর করে আগামীতে কী ধরনের নির্বাচন হবে, প্রার্থী কারা হতে পারবে বা কী আলাপ হবে বা কী ধরনের ঐক্য হতে পারে। আমার মনে হয় আরেকটু সময় লাগবে।
এসএস/এসএন