বিশ্বব্যাপী মানবিক সহায়তার বড় অংশ আর এককভাবে বহন করবে না যুক্তরাষ্ট্র—এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা পুরো বিশ্বের সরকার নই যে একা সব দায়িত্ব নেব। আমরা অন্যদের মতোই সাহায্য করব, যথাসাধ্য করব। আমাদের নিজেদেরও প্রয়োজন রয়েছে, যা গুরুত্ব দিয়ে দেখতে হবে।”
রুবিও জানান, অতীতে বিশ্বব্যাপী মানবিক সহায়তার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বহন করেছে যুক্তরাষ্ট্র। তবে এখন এই ভার ভাগ করে নিতে হবে চীন, ভারতসহ অন্যান্য ধনী রাষ্ট্রগুলোর। মানবিক সহায়তায় সমান দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে যুক্তরাষ্ট্রের ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয় বলে যে সমালোচনা উঠেছে, তার জবাব দিতেই গত শুক্রবার রুবিও এসব মন্তব্য করেন। এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে চলতি বছরের শুরুতেই ৯০ দিনের জন্য সব ধরনের বিদেশি সহায়তা স্থগিতের ঘোষণা দেন। এর ফলে ইউএসএআইডির মাধ্যমে পরিচালিত জরুরি খাদ্য, চিকিৎসাসেবা এবং অন্যান্য বৈদেশিক সাহায্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে ফেডারেল সরকার ছোট করার যে চেষ্টা চলছে, তাতে ইউএসএআইডি কার্যত ভেঙে পড়েছে।
এসএস/এসএন