‘লাপাতা লেডিজ’-এ গল্প চুরির অভিযোগ, মুখ খুললেন লেখক

২০২৪ সালে সাড়া ফেলে দেওয়া সিনেমা ‘লাপাতা লেডিজ’ এর গল্প চুরি করে নির্মাণ করা হয়েছে কি না- এ নিয়ে নানা বিতর্ক। যে সিনেমা অস্কার দৌড়ে যোগ দিয়েছিল, সেই ছবির বিরুদ্ধেই গল্প চুরির অভিযোগ। এর ফলে প্রশ্নের মুখে প্রযোজক-পরিচালক আমির খান এবং কিরণ রাও। এবার সেই বিতর্কে মুখ খুললেন ছবির গল্পের লেখক বিপ্লব গোস্বামী।

গত শনিবার সামাজিক মাধ্যমে লেখক বিপ্লব গোস্বামী একটি পোস্ট করে ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পুরো ঘটনার প্রতিবাদ করে লেখক লিখেছেন, ‘২০১৪ সালে স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে আমি ‘লাপাতা লেডিজ’-এর গল্প জমা দিয়েছিলাম। সেইসময় মধ্যপ্রাচ্যের ছবিটি তৈরি হয়নি। সেই মূল কাহিনি থেকেই ২০১৮ সালে পূর্ণ দৈর্ঘ্যের ছবির চিত্রনাট্য লিখেছিলাম। প্রাথমিক অবস্থায় নাম ছিল ‘টু ব্রাইডস’। এমনকি চিত্রনাট্যটি সিনেস্তান স্টোরিটেলার্স প্রতিযোগিতায় বিজয়ী হয় ওই বছরই।’

পাশাপাশি তিনি দাবি করেছেন, ‘সাহিত্যে ছদ্মবেশ ও পরিচয় বিভ্রান্তি নিয়ে অসংখ্য রচনা রয়েছে। উইলিয়াম শেক্সপিয়র থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত একাধিক বিশ্ববিখ্যাত সাহিত্যিক এই বিষয়টি নিয়ে তাদের সাহিত্য সৃষ্টি করে গেছেন। তাদের দেখানো পথেই আমি হেঁটেছি। লাপাতা লেডিজ-এর ক্ষেত্রেও এই বিষয় অবলম্বনেই কাহিনি রচনা করেছিলাম।’

একই সঙ্গে তার দাবি, ‘আমাদের ছবির গল্প ১০০% খাঁটি। ছবির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগ শুধুমাত্র আমার কাজকে ছোট করেছে তাই নয় ছবির গোটা টিমকেও অপমানে বিদ্ধ করেছে।’

সম্প্রতি ‘বোরখা সিটি’ নামে মধ্যপ্রাচ্যের এক সিনেমার কিছু ক্লিপ ভাইরাল হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবের ওই ছবির গল্পটা খানিক মিলে যায় কিরণ পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর সঙ্গে। ‘বোরখা সিটি’তে দেখানো হয়, মুখ ঢাকা থাকায় একজনের স্ত্রী বদল হয়ে যায়। আর তার পর থেকেই ওই ব্যক্তি হন্যে হয়ে বউয়ের খোঁজ করা শুরু করে। আর সেই ছবির ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের সূত্রপাত। কারণ ‘লাপাতা লেডিজ’-এর গল্পটাও ঠিক এরকমই। ঘোমটার ‘গ্যাঁড়াকলে’ বউ-বদলের কাহিনি। যার সঙ্গে ‘বোরখা সিটি’র সঙ্গে মিল পেয়েছিলেন দর্শকেরা।

 এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি Apr 07, 2025
img
রাজশাহীতে লেপ-তোষকের দোকানে আগুন, দগ্ধ হয়ে নিহত ১ Apr 07, 2025
img
মঞ্চে কটাক্ষের জবাবে সাহসী প্রতিবাদ, যা বললেন অভিনেত্রী Apr 07, 2025
img
চাঁদাবাজির মিথ্যা মামলা, আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা Apr 07, 2025
img
ফেনীতে তিন মাসে ভ্রাম্যমাণ আদালতের ৭৯৩ মামলা, জরিমানা আদায় ১ কোটি ৮৮ লাখ টাকা Apr 07, 2025
img
ভ্রাম্যমাণ আদালতে ৮০০ মামলায় জরিমানা দেড় কোটি টাকা Apr 07, 2025
img
ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণায় আলোচনায় ৫০টির বেশি দেশ, বলছে হোয়াইট হাউস Apr 07, 2025
img
শচীন-সৌরভ-শেহওয়াগদের আবার একসঙ্গে মাঠে দেখতে চান ধোনি Apr 07, 2025
img
ইসরায়েলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা Apr 07, 2025
img
বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশবাসীকে শক্ত থাকার পরামর্শ ট্রাম্পের Apr 07, 2025