ফেনীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসে ৭৯৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৪৭০ টাকা। একইসঙ্গে বিভিন্ন অপরাধে ৮৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় ও উপজেলায় মোট ৩২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, গণপরিবহনে ভাড়া নৈরাজ্য রোধ এবং পরিবেশবিধি লঙ্ঘনকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
সূত্র আরও জানায়, অবৈধ ইটভাটা বন্ধে জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালানো ১৪৩টি অভিযানে করা হয় ৪১৪টি মামলা। এতে ১৩ লাখ ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় হয়েছে।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএস/এসএন