ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাংসারিক ও দায়িত্ববান হওয়ার পাশাপাশি সামাজিক একজন মানুষ হিসেবেই খ্যাতি রয়েছে অপুর। সমাজবিরোধী যেকোনো কাজেরই তিনি ঘোর বিরোধী।
যেমনটা কোনো অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। সম্প্রতি নিজের বক্তব্যে আবারও তার প্রমাণ দিলেন অভিনেত্রী।
এবার ঈদ-পরবর্তী এক অনুষ্ঠানে আবারও পরকীয়া নিয়ে ক্ষোভের কথা শোনা গেল অপুর কণ্ঠে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশ নেন অপু।
যেখানে অভিনেত্রী জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান তিনি।
সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’
এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি।
জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’
বর্তমানে বড় পর্দা থেকে একটু দূরেই আছেন অপু বিশ্বাস। তেমন কোনো ছবিতে চুক্তিবদ্ধও হননি এ চিত্রনায়িকা। নিজের ব্যবসা, শোরুম উদ্বোধন ও ব্র্যান্ডের মডেল হিসেবে ব্যস্ত তিনি।
পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলটিও সক্রিয় রেখেছেন।
এসএন