চীনের হাইনানে ২৬ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত হয়ে গেলো বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তারপর তিনি বেইজিং সফর করেন।
বেইজিংয়ে অবস্থানকালে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার মতামত এবং ভাবনার কথা বলেন।
এই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা গত ৫০ বছরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্যের প্রশংসা করেন এবং আস্থা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন যে, চীন বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুসারে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করতে পারে।
এ সময় তিনি দুই দেশের সাংস্কৃতিক সাদৃশ্যের কথা উল্লেখ করে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র চালু করার ইচ্ছের কথা জানান।
তিনি জানান, পূর্ববর্তী প্রজন্ম যেমন চীনের সাংস্কৃতিক দিক সম্পর্কে অবগত ছিল তেমনি নতুন প্রজন্মও নতুন করে এই উদ্যোগ থেকে উপকৃত হবে। এতে দুই দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক দিকগুলোর আদান-প্রদান আরো বাড়িয়ে তোলা সম্ভব হবে। তাতে দুই দেশই উপকৃত হবে।
এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করারও আহ্বান জানান। এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। তিনি মন্তব্য করেন, শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোন সমাধান এনে দিতে পারে না তাই শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোন প্রয়োজন নেই।
প্রধান উপদেষ্টা তার চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন।
এফপি/এসএন