বলিউডের আকর্ষণীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সম্প্রতি দেখা গিয়েছে জয়পুরে একটি শুটে। সেখানে অবস্থানকালীন তাঁর কিছু ছবি ও ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তার পরনের এই স্কার্টটির দাম শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন স্কার্টটি ভীষণ ফ্যাশনেবল । আবার কেউ কেউ ঠাট্টা করে তুলনা করছেন লুঙ্গির সঙ্গে। এই স্টেটমেন্ট স্কার্টটি লাক্সারি লেবেল 'দা র'-এর । আর এর দাম দুই হাজার নয় শত দশ ডলার । অর্থাৎ বাংলাদেশি টাকায় যার পরিমাণ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা।
অ্যাসিমেট্রিক এই স্কার্টটি লিনেন কাপড়ের । এর সামনের অংশে সেলাই করে ড্রেপ করা। আর দৈর্ঘ্য গোড়ালি পর্যন্ত । টোনাল টাই কোমরের পেছন দিকে বেঁধে ডিজাইন করা হয়েছে। স্লিক সাইড জিপার এই স্কার্টটিতে যোগ করেছে নাটকীয় আমেজ ।
স্টেটমেন্ট এই স্কার্টের স্টাইলিংয়ের ব্যাপারে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বরাবরের মতোই সচেতন। কেপ স্লিভ আর ছোট গলার ঢিলেঢালা সাদা টপ টাক ইন করে এই স্কার্টের সঙ্গে পরেছেন প্রিয়াঙ্কা ।
অনুষঙ্গ হিসেবে কবজি ও আঙুলে পরেছেন সোনালি ধাতব গয়না ; আর মিনিমাল লকেট । বেজ টুপি তাঁর লুকে যোগ করেছে ভিনটেজ গ্ল্যাম । আর সঙ্গে ওভারসাইজড কালো ক্যাট-আই সানগ্লাস আর গোল্ডেন মেটালিক হিলস ।
এসএন