ভারতে মুসলিম ওয়াক্‌ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতা

ভারতের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভায় বিতর্কিত মুসলিম ওয়াক্‌ফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে।

বিক্ষোভের মধ্যে মণিপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিলটি সমর্থন করার অভিযোগে এই ঘটনা ঘটে। 

রোববার রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। থৌবাল জেলার লিলং এলাকায় পাঁচ হাজারেরও বেশি মানুষ সমাবেশে অংশ নেন। নিরাপত্তা বাহিনী সমাবেশস্থলে উপস্থিত থাকলেও সংঘর্ষের ঘটনা ঘটে। সমাজকর্মী সাকির আহমেদ বলেন, এই বিল ভারতীয় সংবিধানের পরিপন্থি এবং মুসলিম সম্প্রদায়ের জন্য অগ্রহণযোগ্য। 

বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের কারণে মুসলিম সম্প্রদায় তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা এই পদক্ষেপকে তাদের মনোবল ভাঙার চেষ্টা হিসেবে দেখছেন।

বিক্ষোভ ও সহিংসতার এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে, এই পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এসএস/এসএন

Share this news on: