চাঁপাইনবাবগঞ্জ: পদ্মা নদী প্রতি বছর বর্ষা ও শুষ্ক মৌসুমে ব্যাপক ভাঙন সৃষ্টি করে, যার ফলে তীরবর্তী মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন পর্যন্ত তীব্র ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষার জন্য একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই প্রকল্পে প্রায় ২৫ কিলোমিটার বাঁধ নির্মাণ এবং ৪ কিলোমিটার নদী ড্রেজিংয়ের মাধ্যমে চর অপসারণের কাজ করা হবে। এতে নৌ-যোগাযোগ, কৃষি উৎপাদন এবং সরকারি-বেসরকারি স্থাপনা রক্ষা হবে, যা তীরবর্তী মানুষকে উপকারে আসবে।
পদ্মা তীরবর্তী বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে তাদের জমি ও বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা আবুল মুমিন বলেন, নদী ভাঙনের ফলে এলাকার মানুষ বিপদে পড়ে গেছেন। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হলে তারা নিরাপদ বোধ করবেন।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, প্রকল্পের আওতায় ২৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তারা আশা করছেন, আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে।
সম্প্রতি, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ চাঁপাইনবাবগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, পদ্মা নদীর ভাঙনের কারণে এলাকার পরিস্থিতি খুবই খারাপ, তবে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।
এসএস/এসএন