ঈদে জমকালো-ভাবে মুক্তি পেয়েছিল সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশাও কম ছিল না। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।
জনপ্রিয় দুই তারকার সিনেমা, তাও আবার উৎসবের সময়ে—স্বাভাবিকভাবেই ভক্ত-দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে মুক্তির পর সেই উত্তেজনা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে হতাশায়। কেন বক্স অফিসে ধাক্কা খেল সালমান-রাশমিকার এই বিগ বাজেট সিনেমা সে নিয়ে চলছে সমালোচনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘সিকান্দার’ মুক্তির ৬ দিনে ভারতে আয় ১০০ কোটি পার হয়নি। বক্স অফিস কালেকশন করেছে মাত্র ৯৪ কোটি রুপি। প্রথম দিনই আয়ের হিসাব হতাশাজনক। যদিও ছবির টিম দাবি করেছে যে, দেশ-বিদেশ মিলিয়ে ৫ দিনে ‘সিকান্দার’ আয় করেছে ১৬৯.৭৮ কোটি টাকা, কিন্তু সেই দাবি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। শুক্রবার (৬ষ্ঠ দিন) ‘সিকান্দার’ আয় করেছে মাত্র ৩.৭৫ কোটি টাকা। নির্মাতারা সিনেমাটি ঈদের দিন মুক্তি দিয়ে বাড়তি সুবিধা নিতে চেয়েছিলেন, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি।
আরও বড় ধাক্কা এসেছে শো কমে যাওয়ার খবর থেকে। শুরুতে ভারতে ৮ হাজারের বেশি শো থাকলেও এখন তা নেমে এসেছে প্রায় ৬ হাজার ২০০-তে। মুম্বাইয়ে যেখানে প্রথমদিকে ১,৩০০-এর মতো শো চলছিল, এখন সেখানে মাত্র ৮২০টি শো রয়েছে। দিল্লি-এনসিআর অঞ্চলেও প্রায় ৩০০টি শো কমে গেছে।
সিনেমাটি বক্স অফিসে এই অবস্থা সালমানকে নিয়ে নতুন সমালোচনার তৈরি করেছে। সিনেমাপ্রেমীদের অনেকেই বলছেন সিনেমাটির দুর্বল চিত্রনাট্য তাদের হতাশ করেছে। সালমানের মত একজন অভিনেতা কীভাবে এ ধরণের কাজ উপহার দেয়। স্টারডম আর অ্যাকশনের বাইরেও দর্শক এখন গল্প চায়—আর ‘সিকান্দার’-এর গল্পে সেই গাঁথুনি ছিল না।
সালমান খানের দীর্ঘ ক্যারিয়ারে একনিষ্ঠ ফ্যানবেস রয়েছে। কিন্তু এই সিনেমার পর অনেকেই সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ একে ‘ভাইজানের ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল সিনেমা’ বলতেও দ্বিধা করছেন না। একই কথা বলা হচ্ছে রাশমিকাকে নিয়েও। দুই জনপ্রিয় তারকার সিনেমার গল্প নির্বাচন নিয়ে বেশ সমালোচনা চলছে।
এফপি/এসএন