গাড়িচাপায় পথচারীর ‍মৃত্যু, গ্রেফতার পরিচালক

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীদের চাপা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ওপার বাংলার ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলকাতার ঠাকুরপুকুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সিদ্ধান্ত দাসের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়, যার মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় পরিচালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় পরিচালক সিদ্ধান্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) তাকে আদালতে তোলার কথা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সকাল ৯টায় ঠাকুরপুকুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পরিচালকের গাড়ি। সাত-আটজনকে ধাক্কা দিয়ে পালানোর সময় সাধারণ মানুষ গাড়িটি ধরে ফেলে। তখন গাড়ির চালকের আসনে বসা ছিলেন পরিচালক নিজেই।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, ইউটিউবার স্যান্ডি সাহা। এরা প্রত্যেকেই নতুন একটি ধারাবাহিক ‘ভিডিও বৌদি’র সঙ্গে যুক্ত।

অভিনেত্রী ঋ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন কাজের সেলিব্রেশনে তারা একসঙ্গে পানশালায় গিয়েছিলেন। রাতভর মদ্যপানের পর সকালে তারা ২টি আলাদা আলাদা গাড়িতে ফিরছিলেন, তারমধ্যে একটি গাড়ি এই দুর্ঘটনা ঘটায়। এদিকে আরিয়ান আগেই জানিয়েছিলেন, সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না। তবে পরিচালকের সঙ্গেই ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া। আরিয়ান দাবি করেছিলেন যে তিনি দুর্ঘটনার খবরও জানেন না। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে যোগ দিয়েছেন স্যান্ডি এবং তিনি।


এসএস/এসএন

Share this news on: