৫ উইকেটের জয়ে পাকিস্তানে ভালো শুরু বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে আত্মবিশ্বাস জুগিয়েছে প্রস্তুতি ম্যাচে জয়। স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

লাহোরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৭ উইকেটে তোলে ২৫১ রান। জবাবে মাত্র ৫১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় টাইগ্রেসরা। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারী, যিনি ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফারজানা হক করেন ৪৮ রান, রিতু মনি যোগ করেন ৩৪, আর ইশমা তানজিমের ব্যাট থেকে আসে ২৬ রান।

এর আগে স্কটিশদের হয়ে তিন ব্যাটার হাফ সেঞ্চুরি করেন—সারাহ ব্রেইস (৫৮), ডার্সি কার্টার (৫৫) ও ক্যাথেরেইন ফ্রেজার (৫২*, অপরাজিত)। বাংলাদেশের হয়ে বল হাতে সফল ছিলেন রিতু মনি (২ উইকেট) ও মারুফা আক্তার (১ উইকেট)।

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ নারী দল। এর আগে, ৮ এপ্রিল রয়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ।

এসএস/এসএন

Share this news on: