বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবার পরিচালকের রুপরেখায় প্রবেশ করতে চলেছেন। তার বাবা রাকেশ রোশন নিশ্চিত করেছেন যে, হৃতিকের প্রথম পরিচালিত ছবি হবে ‘কৃশ ফোর’।
হৃতিকের পরিচালনায় হাতেখড়ির খবর জানিয়ে, রাকেশ রোশন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, আর আজ তোমাকে পরিচালক হিসেবে সকলের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি।" তিনি বিশ্বাস করেন হৃতিক তার নতুন ভূমিকায় সফল হবেন।
প্রথমবার পরিচালনার কাজ শুরু করার আগে হৃতিক তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং আমি কতটা টেনশন অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আমি জানি, আপনারা আমাকে সাহস যোগালে আমি সফল হব।"
হৃতিকের পরিচালনার কথা শুনে তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক অনুরাগী ভিডিও শেয়ার করলে, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সকলেই তার জন্য শুভকামনা জানিয়েছেন।
এসএস/এসএন