পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো. সফি উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, মো. সফি উদ্দিনের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতিসহ শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মো. সফি উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

এফপি/টিএ 

Share this news on: