রাজশাহীতে ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল আমেরিকা প্রবাসী তরুণীর

রাজশাহীতে ৮ তলা উঁচু ভবনের ছাদ থেকে পড়ে ফারিয়া রিসতা (৩০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফারিয়া বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে তিনি স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্ল্যাটে থাকতেন। রোববার দুপুরে তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, ফারিয়া মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ফারিয়ার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের স্বামী রাজশাহীতে থাকেন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএম/টিএ

Share this news on: