মেজর লিগ সকারে ইন্টার মায়ামি এবং টরন্টো এফসির মধ্যকার লড়াই শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে। ম্যাচটি ছিল মায়ামির জন্য বেশ হতাশাজনক, যেখানে তারা একটি শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও জয় পেতে পারেনি।
প্রথমার্ধে একের পর এক গোলের সুযোগ হারিয়ে ইন্টার মায়ামি পিছিয়ে পড়েছিল। ৪৫ মিনিটে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টরন্টোর বের্নারদেস্কি গোল করে দলকে ১-০ এগিয়ে নেন। তবে মেসি সমতায় ফেরান মায়ামিকে। ৯১ মিনিটে তার দারুণ ভলিতে গোল করেন এবং ১-১ করে দেন ম্যাচটি।
ম্যাচে মায়ামির ৬৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেওয়ার পরও তারা এক গোলের বেশি করতে পারেনি।
অন্যদিকে, টরন্টো এফসি ৭ ম্যাচে কোনো জয় না পেলেও ৩ পয়েন্ট নিয়ে এখনও তলানিতে অবস্থান করছে।
মেসির গোলটি ছিল চলতি মৌসুমে তার তৃতীয় গোল এবং মায়ামিতে যোগ দেওয়ার পর তার মোট ৪০তম গোল।
এসএস/এসএন