কারিনা সাংঘাতিক মেয়ে, সাইফকে সতর্ক করেছিলেন অক্ষয়?

বলিউডে একসময় চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রেম। তবে সেই প্রেমের শুরুতেই যে একটা ‘সতর্কবার্তা’ পেয়েছিলেন সাইফ—তা সম্প্রতি ফাঁস করলেন কারিনা নিজেই। টুইঙ্কল খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা জানান, ২০০৮ সালে একটি ছবির শ্যুটিং চলাকালীন সময়েই সাইফ ও তার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর সেই প্রথমে এই সম্পর্কের গন্ধ পেয়েছিলেন অক্ষয় কুমার।

কারিনা জানান, “সাইফের সঙ্গে তখন আমাদের সম্পর্ক ঠিকভাবে শুরু হয়নি। কিন্তু অক্ষয় বুঝে গিয়েছিলেন। একদিন শ্যুটিংয়ের ফাকে সাইফকে এক কোণে ডেকে নিয়ে বলে দেন, ‘মন দিয়ে শোনো, ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পরিবারও সাংঘাতিক। আমি ওদের চিনি। তাই যা করো, বুঝে শুনে কোরো।’”

অক্ষয়ের সেই কথা শুধু সতর্কতা নয়, ছিল বন্ধুর দায়িত্বও। শুধু তাই নয়, তিনি সাইফকে এটাও বলেছিলেন যে, কারিনার সঙ্গে যেন কোনও ঝামেলা না করেন।

তবে সাইফও পিছিয়ে ছিলেন না। অক্ষয়ের পরামর্শ শুনে নাকি মুচকি হেসে জবাব দেন, “আমি জানি কী করতে হবে। ওকে আমি সামলে নেব।”

সেই সামলেই আজ সাফল্যের দম্পতি সাইফ-কারিনা। ২০১২ সালে বিয়ে করেন তারা।

সাক্ষাৎকারে আরও এক আবেগঘন মুহূর্তের কথা বলেন কারিনা। জানান, কেরিয়ারের এক কঠিন সময়ে সাইফের সঙ্গে তার আলাপ হয়। জীবন ও ক্যারিয়ারের সংকটময় মুহূর্তে সাইফ যেন হয়ে উঠেছিলেন তার ভরসার জায়গা।

কারিনার কথায়, “আমি যখনই ভেবেছি পড়ে যাচ্ছি, সাইফ তখনই আমাকে ধরে তুলেছে। আমাদের এই প্রেমের বন্ধন তো অনেক আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। আটকাবে কে?”

আজ তাদের প্রেমকাহিনি বলিউডের অন্যতম সুন্দর গল্পগুলির একটি। আর সেই গল্পের শুরুতে অক্ষয়ের সতর্ক বার্তা যেন এক অদ্ভুত পরিণতির ইঙ্গিতই ছিল।

এসএম

Share this news on: