পাকিস্তান ক্রিকেটের জন্য নিউজিল্যান্ড সফর ছিল হতাশার। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর, ওয়ানডে সিরিজেও তারা হোয়াইটওয়াশের শিকার হয়েছে। তবে, এখানেই শেষ নয়; তৃতীয় ওয়ানডেতে ধীরগতিতে ওভার সম্পন্ন করার জন্য পাকিস্তান দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এই একের পর এক বিপর্যয় পাকিস্তান ক্রিকেট দলের জন্য এক কঠিন সময়ের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।
গত শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মাউঙ্গানুইয়ে হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়।
এই সিদ্ধান্ত দিয়েছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। সময়ের অতিরিক্ত সুযোগ হিসেবেও বিবেচনা করা হয়েছিল। তবুও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করে ফেলে।
আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত ওভার পূর্ণ না করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ কাটা হয়।
রিজওয়ান অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। তাই আলাদা করে শুনানির দরকার হয়নি।
এই অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার ক্রিস ব্রাউন এবং পল রেইফেল, সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস।
উল্লেখযোগ্য যে, এই সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও ধীর ওভার রেটের জন্য পাকিস্তান দলকে জরিমানা করা হয়েছিল।
আরএ/এসএন