বেঙ্গালুরুর কাছে হেরে যা বললেন হার্দিক

তিন দিন আগে মুম্বই ইন্ডিয়ান্স লখনউ ম্যাচে তিলক বর্মাকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করে তুলে নিয়েছিল। এরপর চার দিক থেকে সমালোচিত হয়েছে তারা।

সোমবার (৭ এপ্রিল) বেঙ্গালুরুর কাছে হেরে তিলক-বিতর্কে নতুন তথ্য প্রকাশ্যে আনলেন হার্দিক। জানালেন, চোট ছিল বলেই সে দিন তুলে নেওয়া হয়েছিল তিলককে। পাশাপাশি, বেঙ্গালুরুর কাছে হারের নেপথ্যে দলে বিকল্পের অভাবকেই দুষেছেন তিনি।

এ দিন তিলক দলকে জেতাতে পারেননি ঠিকই। তবে ২৯ বলে ৫৬ রান করে দলকে অনেকটা সময় লড়াইয়ে রেখেছিলেন। তাকে নিয়ে হার্দিক বলেছেন, “আজ তিলক দারুণ খেলেছে। আসলে আগের ম্যাচের পর অনেক কিছু ঘটে গিয়েছে। অনেক লোক অনেক কথা বলছে। তারা জানে না যে, ওই ম্যাচের আগের দিন অনুশীলনে কতটা খারাপ ভাবে লেগেছিল তিলকের। সে দিন তিলককে তুলে নেওয়া একটা কৌশল ছিল। কারণ তিলকের আঘাত লাগা আঙুলে আবার ব্যথা করছিল। কোচ ভেবেছিলেন, নতুন কাউকে নামালে হয়তো কাজে লাগবে।”

ওয়াংখেড়েতে আগের ম্যাচে কম রান দেখা গিয়েছিল। এই ম্যাচে দু’দলই দুশো পার করেছে। হার্দিকের মতে, উইকেট ভালই ছিল। তবে বোলারদের জন্য কিছুই ছিল না। মুম্বই অধিনায়কের কথায়, “উইকেট বেশ ভাল ছিল। আমরা হয়তো দুটো বাড়তি ছক্কা মারতে পারিনি। যা পিচ ছিল তাতে বোলারদের লুকনোর জায়গা ছিল না। এই উইকেটে ব্যাটারদের আটকানো সহজ ছিল না। আমি বোলারদের ঘাড়ে সব দোষ চাপাতে চাই না। আসলে এ ধরনের উইকেটে আমাদের হাতে খুব বেশি বিকল্পও ছিল না।”

হারের মধ্যেও জসপ্রীত বুমরাহ দলে ফিরে আসায় খুশি হার্দিক। বলেছেন, “বুমরাহ ফিরলে বিশ্বের যে কোনও দল খুশি হবে। দলে এসেই নিজের কাজটা করে দিয়েছে। খুব ভাল লাগছে ওকে পেয়ে।”

চলতি আইপিএলে পাঁচ ম্যাচের চারটিতে হারলেও ঘাবড়াচ্ছেন না হার্দিক। বলেছেন, “জীবনে কখনও ভেঙে পড়তে নেই। সব সময় ইতিবাচক দিকটা খুঁজে বার করতে হয়। মাঠে নেমে নিজের সেরা ক্রিকেটটা খেলো। নিজের উপর বিশ্বাস রাখো। এটাই সবাইকে বলি আমি। আশা করি ভবিষ্যতে ফলাফল আমাদের পক্ষেই যাবে।”

এসএম

Share this news on:

সর্বশেষ

img
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন Apr 08, 2025
img
মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ভারতীয় সিনেমা, হতাশ নায়ক Apr 08, 2025
img
অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Apr 08, 2025
img
‘ভিউ’ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে ‘ক্রিম আপা’ Apr 08, 2025
img
হত্যা মামলায় সাবের চৌধুরীর জামিন হয়, আমি পাই না : ব্যারিস্টার সুমন Apr 08, 2025
img
পুকুর খননের সময় মিলল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি Apr 08, 2025
img
৪৬তম বিসিএস পরীক্ষা পেছানো নিয়ে পিএসসি চেয়ারম্যানের নির্দেশনা Apr 08, 2025
img
বাংলাদেশ দলে নতুন কোচ, কে এই জেমস প্যামেন্ট? Apr 08, 2025
img
ওমরাহ যাত্রীদের ফিরে যাওয়ার সময় বেঁধে দিল সৌদি, বেশি থাকলে শাস্তি Apr 08, 2025
img
৫ বছর থাকছেন ড. ইউনূস, সারজিসের স্ট্যাটাসে আলোচনা-সমালোচনার ঝড় Apr 08, 2025