৪৬তম বিসিএস পরীক্ষা পেছানো নিয়ে পিএসসি চেয়ারম্যানের নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিটি যৌক্তিক নয়। তিনি বলেন, যারা প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুত রয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে, গত রোববার (৬ এপ্রিল) ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (৮ এপ্রিল) অনেক চাকরিপ্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে জড়ো হয়ে তাদের দাবির পক্ষে প্রতিবাদ জানান।

এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি বলেন, যারা পড়াশোনা করছে তারা প্রস্তুত। তারা অনেক আগেই পরীক্ষা প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি, দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য এতদিন বসে থাকার কোনো কারণ নেই। একই সিলেবাসে দুটি পরীক্ষা হচ্ছে, তাই একটি সিলেবাস পড়েই পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব। সুতরাং, পরীক্ষাটি পেছানোর দাবি মোটেও যৌক্তিক মনে হচ্ছে না।

চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। কিন্তু ৬ মাস পার হয়ে গেলেও এখনও অনেক প্রার্থীর ভাইভা বাকি। তাদের মতে, পিএসসির বর্তমান গতিতে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ হতে আরও এক বছর সময় লাগবে। এমন পরিস্থিতিতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আসন্ন। ফলে, যারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা প্রস্তুতি নেবেন, নাকি মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবেন—এটা নিয়ে তারা শঙ্কিত।

আরএ/এসএন

Share this news on: