নারীদের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে রয়েছে। স্কটল্যান্ডকে হারানোর পর এবার স্বাগতিক পাকিস্তান নারী ‘এ’ দলকেও বড় ব্যবধানে পরাজিত করেছে নিগার সুলতানার দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফারজানা হক ব্যক্তিগত ৫০ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন, আর জান্নাতুল ফেরদৌস ৪৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে উম্মে-ই-হানি ও ওয়াহিদা আক্তার ৩টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের নারীরা শুরু থেকেই চাপে পড়ে যায়। দলীয় ৭ রানেই দুই ওপেনার ফিরে যান। দুয়া মজিদের ৩২ রান এবং উম্মে-ই-হানির অপরাজিত ২৬ রান ছাড়া বাকিরা বড় কোনো সংগ্রহ গড়তে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তান নারী ‘এ’ দল মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায়, ফলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ১৬৭ রানের বড় ব্যবধানে।
একদিকে প্রস্তুতি ম্যাচ, তার ওপর পাকিস্তান বিপর্যয়ে পড়ায় বাংলাদেশ প্রায় সকল বোলিং অপশনই ব্যবহার করেছে। বোলিংয়ে হাত ঘুরিয়েছেন ৯ জন। এর মধ্যে ফাতিমা খাতুন, রাবেয়া খান এবং মারুফা আক্তার ২টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া ফারিহা তৃষ্ণা ও জান্নাতুল ফেরদৌস নেন ১টি করে উইকেট।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটিশ নারী দলকে পাঁচ উইকেটে হারায় জ্যোতির দল। পরবর্তীতে বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৩ এপ্রিলের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ তারিখ স্কটল্যান্ড, ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ তারিখ পাকিস্তানের বিপক্ষে নামবে জ্যোতি-নাহিদারা।
এসএস/টিএ