হামজাকে বাদ দেওয়ার পরই লজ্জার রেকর্ড গড়ল লেস্টার

জানুয়ারিতে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়া বাংলাদেশি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী এখন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষস্থান অর্জনের পথে আছেন, তবে তার সাবেক ক্লাব লেস্টার সিটি ভুগছে অবনমন শঙ্কায়।

লেস্টার সিটি এই মৌসুমে ইপিএল ইতিহাসে প্রথমবারের মতো টানা আট ম্যাচ হারার পর এখনো গোল করার সুযোগ পায়নি। সর্বশেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হারার পর লেস্টার ১৯ নম্বরে নেমে গেছে। তাদের পেছনে এখন শুধুমাত্র সাউদ্যাম্পটন রয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো এমন লজ্জার কীর্তি আছে আর মাত্র একটি ক্লাবের। ১৯৭৬-৭৭ মৌসুমে সাদারল্যান্ডের টানা আট ম্যাচেই গোলহীন থেকে হারের অভিজ্ঞতা হয়েছিল। এদিকে, লেস্টার সর্বশেষ গোল পেয়েছিল গত ২৬ জানুয়ারি। সেদিন তারা টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল। কেবল তাই নয়, দুঃস্বপ্নের এই মৌসুমে লেস্টার প্রথম দল হিসেবে ঘরের মাঠে ১১ ম্যাচ হারের রেকর্ডও গড়ল গতকাল।

নিউক্যাসলের বিপক্ষে লেস্টার ঘরের মাঠে খেলতে নেমে ১১ মিনিটের মধ্যেই দুই গোল খেয়ে বসে। ৩৪তম মিনিটে আরও এক গোল হজমের পর তারা ব্যাকফুটে অবস্থান আর বদলাতে পারেনি। এমন অবস্থায় স্পষ্টতই হতাশা ঝরেছে লেস্টারের কোচ রুড ভ্যান নিস্টলরয়ের কণ্ঠে, ‘নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়ে নেমেও আমরা আরেকটি ম্যাচ হেরেছি। শুরুর দিককার গোলেই ফের হেরেছি আমরা। যা খুবই হতাশার এবং উদ্বেগের।’

লেস্টারের এমন বিপর্যস্ত চিত্র অবশ্য মৌসুমের শুরু থেকেই ছিল। যে কারণে গত নভেম্বরে স্টিভ কুপারকে নিস্টলরয়কে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে থাকা লেস্টার ১৯ নম্বরে নেমে গেছে। ইপিএল থেকে অবনমনের পথে থাকা দলটির কোচ বলছেন, ‘এটি অনেক বড় চ্যালেঞ্জ। সবাই জানি আমরা অফফর্মে আছি। এই অবস্থায় খেলা খুবই কঠিন। আরও কঠিন হয়েছে দীর্ঘ সময় আমরা নিজেদের পেছনের অবস্থানে থাকতে দেখে এবং কিছুতেই ফল পাল্টাচ্ছে না। তা সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি ট্রাম্পের Apr 19, 2025
img
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি Apr 19, 2025
img
জংলির শো বাড়ল তিনগুণ Apr 19, 2025
img
‘লজ্জা ২’ প্রশ্ন তুলল—‘ভারবাল অ্যাবিউজ’ নিয়ে ভদ্র সমাজের এত সংকোচ কেন? Apr 19, 2025
img
ঝড়-বৃষ্টির শঙ্কা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত Apr 19, 2025
img
৬শ কর্মী মিলে যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান Apr 19, 2025
img
হোয়াটসঅ্যাপে ছবিতে ক্লিক করলেই সর্বনাশ, হ্যাকারদের নতুন ফাঁদ! Apr 19, 2025
img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025