১৬ বছর ধরে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৬ বছরে দেশের এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি হয়নি।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি যেন একটি ‘ট্র্যাডিশনে’ পরিণত হয়েছে। মন্ত্রী-এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা আজ দুর্নীতির সঙ্গে জড়িত, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। আজ তোমরা যেখানে বসে আছো, একদিন তারাও সেখানে বসেছিলেন। কিন্তু তারা সঠিক শিক্ষা পাননি। দুর্নীতিবাজদের দিকে তাকালেই দেখা যায়, তারা সবাই শিক্ষিত, ভালো রেজাল্ট করে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কিন্তু সঠিক মূল্যবোধ না থাকায় তারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন।

এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, রিকশাওয়ালা চাইলে পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না, কারণ তার কাছে সেই সুযোগ নেই। তবে সুযোগ না পেয়ে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতিতে না জড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। যে ব্যক্তি সুযোগ পেয়েও দুর্নীতিকে ‘না’ বলে, তিনিই প্রকৃত সৎ ও শ্রেষ্ঠ মানুষ।

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষকেরা কখনো শিক্ষার্থীদের দুর্নীতির শিক্ষা দেন না। তোমাদের নিজ উদ্যোগে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাক বা না থাক, আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা তোমাদের প্রস্তুতির একটি ধাপ। এই প্রস্তুতি যত ভালো হবে, ভবিষ্যতের পথচলা ততই মসৃণ হবে। যখন তোমরা সমাজে নিজেকে উপস্থাপন করবে, ঢাবি, বুয়েট কিংবা চুয়েটের শিক্ষার্থী হিসেবে পরিচিতি পাবে, তখন সমাজের নজর থাকবে তোমাদের ওপর। তাই এখন থেকেই নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সময়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির, বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম ও বোরহান উদ্দিন প্রমুখ।
টিএ/

Share this news on:

সর্বশেষ

img
‘গোল্ডেন ডোম’ নির্মাণ শুরু করছে যুক্তরাষ্ট্র Apr 19, 2025
img
ভুয়া নথিপত্র দাখিলকারীদের ভিসা দেয় না যুক্তরাষ্ট্র Apr 19, 2025
img
আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি ট্রাম্পের Apr 19, 2025
img
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি Apr 19, 2025
img
জংলির শো বাড়ল তিনগুণ Apr 19, 2025
img
‘লজ্জা ২’ প্রশ্ন তুলল—‘ভারবাল অ্যাবিউজ’ নিয়ে ভদ্র সমাজের এত সংকোচ কেন? Apr 19, 2025
img
ঝড়-বৃষ্টির শঙ্কা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত Apr 19, 2025
img
৬শ কর্মী মিলে যাত্রাবাড়ী-সাইনবোর্ড মহাসড়কে পরিচ্ছন্নতা অভিযান Apr 19, 2025
img
হোয়াটসঅ্যাপে ছবিতে ক্লিক করলেই সর্বনাশ, হ্যাকারদের নতুন ফাঁদ! Apr 19, 2025
img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025