১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং করতে হলে এখন থেকে পিতামাতার অনুমতি লাগবে—এমন নিয়ম চালু করেছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
মঙ্গলবার মেটার পক্ষ থেকে জানানো হয়, কিশোর-কিশোরীদের জন্য তৈরি ‘টিন অ্যাকাউন্টস’ নামক সুরক্ষা ফিচারে এ নতুন আপডেট আনা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, এই বয়সসীমার ব্যবহারকারীরা এখন থেকে ইনস্টাগ্রামের প্রাইভেট মেসেজে ছবি ও ভিডিও স্বয়ংক্রিয় ঝাপসা করার (অটো ব্লারিং) ফিচারটি বন্ধ করতে পারবে না।
মেটা জানিয়েছে, প্রথম ধাপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় এই ফিচারগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে আগামী কয়েক মাসের মধ্যে।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘টিন অ্যাকাউন্টস’ ফিচার চালু করে ইনস্টাগ্রাম, যার লক্ষ্য ছিল কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধি এবং তাদের জন্য কিছু নিয়ন্ত্রণ আরোপ করা।
বিশ্বব্যাপী এখন অনেক দেশেই সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়স সীমা নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কম বয়সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মেটার এই নতুন সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন, বিশেষ করে কিশোর-কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে।
এসএস/এসএন