বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে। এই সম্মাননা দেওয়া হয়েছে তার বাংলাদেশের শিল্প ও অর্থনীতির বিকাশে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর সিটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কিহাক সাংকে নাগরিকত্ব সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় কিহাকসহ মোট পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
কিহাক সাং প্রথমবারের মতো গত শতাব্দীর মাঝামাঝিতে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিকাশে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি ইয়াংওয়ান করপোরেশন প্রতিষ্ঠা করে এই খাতগুলোতে প্রথমবারের মতো বিনিয়োগ করেন, যা পরবর্তীতে অনেক কোরিয়ান প্রতিষ্ঠানকেও বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করে।
তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ইয়াংওয়ান করপোরেশনের পাশাপাশি অন্যান্য কোরিয়ান কোম্পানিও চট্টগ্রাম, ঢাকা ও কোরিয়ান ইপিজেডে বিনিয়োগ করে, যার ফলে দেশের অর্থনীতি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ইপিজেডগুলো সক্রিয় হয়।
এই সম্মাননা পেয়ে কিহাক সাং বলেন, "সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।"
এ ছাড়া বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওয়াল্টন, বিকাশ, ফেব্রিক লাগবে কোম্পানি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট’ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন খাতের বাণিজ্যিক নেতৃবৃন্দ, যেমন যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি, ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসিরাস এবং অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর।
এসএস/এসএন