আইপিএলে পাঞ্জাব কিংসের তারকা গ্লেন ম্যাক্সওয়েল শৃঙ্খলা ভাঙায় শাস্তির মুখোমুখি হয়েছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে মাত্র দুই বল খেলে ১ রানেই আউট হয়ে ফিরে আসেন তিনি। এরপর আইপিএল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ২.২ ধারার অধীনে লেবেল ১ অপরাধের অভিযোগ আনে, যা তিনি স্বীকার করেছেন।
শাস্তির অংশ হিসেবে, ম্যাক্সওয়েলের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ করলে বড় শাস্তি পেতে পারেন তিনি। তবে, ম্যাক্সওয়েলের শাস্তির কারণ হিসেবে আইপিএল কর্তৃপক্ষ বিশেষ কিছু জানায়নি, তবে ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আউট হয়ে ডাগআউটে যাওয়ার সময় ম্যাক্সওয়েল একটি চেয়ারে লাথি মারেন, যা আইপিএল গভর্নিং কাউন্সিল ভালোভাবে নেয়নি।
এদিকে, চলতি আইপিএলে খুবই খারাপ ফর্মে আছেন ম্যাক্সওয়েল। তিনি চার ম্যাচে মাত্র ৩১ রান করেছেন, যদিও তার খারাপ পারফরম্যান্স সত্ত্বেও পাঞ্জাব কিংস তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।