রিয়েলিটি শোয়ের গোপন কথা ফাঁস করলেন সংগীতশিল্পী শান

বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী শান ৯০ দশক থেকে আজ পর্যন্ত সংগীতপ্রেমীদের বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন। সর্বশেষ ‘সিকান্দর’ সিনেমায় ‘ব্যোম ব্যোম ভোলে’ গানটি দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। গায়ক প্লেব্যাক সিঙ্গিংয়ের পাশাপাশি একাধিক গানের অনুষ্ঠানে বিচারক এবং অতিথি বিচারক হিসেবে যোগ দিয়েছেন।

সম্প্রতি, ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে শান সংগীত রিয়েলিটি শোগুলির পদ্ধতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দ্য ভয়েস ইন্ডিয়া এবং সারেগামাপা লিটলস চ্যাম্পসহ বেশ কিছু গানের অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছেন। শান বলেন, যদিও প্রতিযোগীরা অসাধারণ গান গায়, তারপরও তাঁদের বৃহত্তর সাফল্য আসছে না, কারণ অনেক ক্ষেত্রেই রিয়েলিটি শোতে গানগুলি ডাব করা থাকে।

শান জানান, ২০১৮ সাল পর্যন্ত যেসব রিয়েলিটি শোতে তিনি জড়িত ছিলেন, সেখানে এটা নিয়ম ছিল। গানের অনুষ্ঠানে যে গান শোনা যায়, তা সাধারণত একবার গাওয়া হয়, তবে সেই গান পরে স্টুডিওতে রেকর্ড করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন করা হয়। এর ফলে দর্শক যে গানটি শুনে থাকে, তা অনেক সময় সেই গানটির মূল পরিবেশন নয়। শান বলেন, "গানে যেটুকু ভুল থাকে, সেটি সংশোধন করা হয়, আর পরে সেই সংশোধিত গানই আপনি শুনতে পান।"

তিনি আরও বলেন, "আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু যারা ভালো গান গাইতে পারছেন না, তাদের গান সংশোধন করার বিষয়টি আমার ভালো লাগে না।" ২০১৮ সালের পর থেকে শান এই ধরনের রিয়েলিটি শোতে আর অংশ নেননি।


এসএস/এসএন

Share this news on: