মার্তিনেজকে সামনে পেয়ে বিশ্বকাপের প্রতিশোধ চান ফরাসি তারকা

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, যিনি প্রতিপক্ষের ওপর মনস্তাত্তিক চাপ ফেলতে ভালোবাসেন, আবারও শুরু করেছেন তার পুরাতন খেলা। বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে তার স্নায়ুচাপের মাধ্যমে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেয়া মার্তিনেজ, এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফ্রান্সে গিয়েছেন অ্যাস্টন ভিলার হয়ে পিএসজির বিপক্ষে খেলার জন্য।

এবারও নিজের আগের কৌশলই ব্যবহার করেছেন মার্তিনেজ। ফ্রান্সে পিএসজির বিপক্ষে খেলতে যাওয়ার পথে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ছবি খচিত ক্যাপ পরে হাজির হয়েছেন তিনি, যা নিয়ে গুঞ্জন উঠেছে যে, এটি পিএসজির ফরাসি খেলোয়াড়দের ওপর মানসিক চাপ বাড়াতে উদ্দেশ্যপ্রণোদিত।

পিএসজির ফরাসি তারকা দিজিরে দুয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি এমি মার্তিনেজকে নিয়ে প্রতিশোধ নিতে চান এবং তার বিপক্ষে যত বেশি সম্ভব গোল করার লক্ষ্য থাকবে। দুয়ে জানান, "এমি অন্য গোলরক্ষকের মতোই, তবে সে আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক, তাই আমাদের ফরাসি খেলোয়াড়দের মধ্যে প্রতিশোধের অনুভূতি তৈরি হতে পারে।"

এমিলিয়ানো মার্তিনেজের স্নায়ুচাপের লড়াইয়ে সাধারণত প্রতিপক্ষরা পিছিয়ে থাকে, তবে পিএসজির শক্তিমত্তার বিচারে অ্যাস্টন ভিলার জন্য ম্যাচটি বেশ কঠিন হতে পারে। পিএসজি বর্তমানে তাদের সেরা ছন্দে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে।


এসএস/এসএন

Share this news on: