কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে গুলি, এক ব্যক্তির প্রাণহানি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমি বিরোধের জেরে এক ব্যক্তি গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদশাহ ঘোনা এলাকায়। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৫৫), তিনি ওই এলাকার বাসিন্দা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনার সাথে কারা জড়িত এবং কেন এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন জানান, জমির বিরোধের কারণে প্রতিপক্ষের একটি দল তার বাড়িতে ঢুকে আবুল হোসেনকে গুলি করে। আহত অবস্থায় তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার।


এসএস/এসএন

Share this news on: