২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন কমিটি পাঁচ মাস পার হলেও এখনও গ্রাউন্ডস কমিটি গঠন করতে পারেনি, যদিও মাঠের খেলা ফুটবলে এটি একটি গুরুত্বপূর্ণ কমিটি।
আগামী ১০ জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্টেডিয়াম পরিদর্শনের জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন, যার নেতৃত্বে রয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।
বাফুফে ইতোমধ্যে স্টেডিয়ামের মাঠে ঘাসের কাজ শুরু করেছে, তবে আনুষ্ঠানিকভাবে মাঠটি এখনও তারা বুঝে নেয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে মাঠ ও স্টেডিয়াম বুঝে নেওয়ার পরই পুরো দায়িত্ব তাদের ওপর আসবে। সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, তাদের সভাপতি গ্রাউন্ডস কমিটি গঠন করেছেন, যা খুব শীঘ্রই প্রকাশিত হবে। এছাড়া, স্টেডিয়ামের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তবে গ্রাউন্ডস কমিটি গঠন করতে পাঁচ মাস সময় লাগায় কিছু উদ্বেগের সৃষ্টি হয়েছে। কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ স্থাপনের তদারকি করার জন্য এখনও সুনির্দিষ্ট কোনো কমিটি নেই, যা মূলত গ্রাউন্ডস কমিটির কাজ বলে মনে করা হচ্ছে।
বাফুফে কর্মকর্তা ও স্টাফরা জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মাঠ এবং স্টেডিয়ামের বিভিন্ন দিক পরিদর্শন করেছেন। ফাহাদ করিম মিডিয়ার সামনে বলেন, তারা আশাবাদী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এই ভেন্যুতে আয়োজন করতে পারবে। তবে ফ্লাডলাইটের কাজ এখনও শেষ হয়নি, যা এই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
এছাড়া, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে প্রয়োজনীয় কয়েকটি স্থাপনা এখনও সম্পন্ন হয়নি, যেমন ম্যাচ কমিশনার ও রেফারিজ রুম, যা বাফুফে এবং জাতীয় ক্রীড়া পরিষদ যৌথভাবে সমন্বয় করে পূর্ণাঙ্গ করবে।
এসএস/এসএন