ফেসবুক-অনলাইনে ব্যস্ত থাকায় স্ত্রীকে হত্যা করেন স্বামী
মোজো ডেস্ক 08:15PM, Apr 09, 2025
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি কার্টনে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্বামী অলোক রঞ্চন গোস্বামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, স্ত্রী বিউটি গোস্বামী ফেসবুক, অনলাইন ব্যবসা ও লাইভ ভিডিওতে অতিরিক্ত সময় ব্যয় করতেন এবং পরিবারের প্রতি উদাসীন ছিলেন। এতে দাম্পত্য কলহ চলছিল, যার জেরে তিন বছর ধরে তারা আলাদা ঘরে ঘুমাতেন।
গত ২ এপ্রিল আবারও ঝগড়ার এক পর্যায়ে অলোক রান্নাঘরে গিয়ে পেছন থেকে স্ত্রী বিউটির মুখ ও গলা চেপে ধরেন। কিছুক্ষণ পরে বিউটি পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং রক্তক্ষরণে মারা যান। এরপর তিনি স্ত্রীর মরদেহ একটি এসির খালি কার্টনে ভরে রশি দিয়ে বেঁধে ফেলেন।
পরদিন ঈদের উপহার দেওয়ার কথা বলে একটি ভাড়া করা প্রাইভেট কারে করে এক সহযোগীর সহায়তায় মরদেহ মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের এগারেশ্রী এলাকায় একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান।
৪ এপ্রিল পুলিশ ওই কার্টনে থাকা নারীর মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্ত হয় এবং নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এরপর পুলিশ অলোককে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে এবং গতকাল আদালতে উপস্থাপন করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানিয়েছেন, অলোকের সহযোগী এখনও পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। আদালতের নির্দেশে অলোককে কারাগারে পাঠানো হয়েছে।