আলোচনায় ছিল, ধামাকা হবে! কিন্তু এখন শোনা যাচ্ছে, 'তান্ডব' সিনেমায় আর থাকছেন না ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। যদিও একদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু তারপর... সব যেন হঠাৎই বদলে যায়!
জানা গেছে, গেল ৮ এপ্রিল ছিল সিনেমাটির দ্বিতীয় দফার শুটিং। কিন্তু সেটে গিয়ে দেখা যায়, সাবিলা গায়েব! নায়িকা অনুপস্থিত থাকায় পুরো শিডিউল বাতিল করতে হয়। এখন প্রযোজনা প্রতিষ্ঠান দৌড়ঝাঁপ শুরু করেছে নতুন নায়িকা খুঁজে পেতে।
গুঞ্জন বলছে, এরই মধ্যে ছোট পর্দার এক নবাগত অভিনেত্রীর সঙ্গে নাকি কথাবার্তাও এগিয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলছে, "প্রথমে সাবিলাকেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এখন নায়িকা বদলের সিদ্ধান্ত একপ্রকার নিশ্চিত।"
তবে এত গরম গরম আলোচনা থাকলেও, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
চুপচাপ থেকে যেন আরও গাঢ় হচ্ছে রহস্য!
সিনেমার নির্মাতারা চাইছেন একদম ঝাঁ-চকচকে, তরুণ ও ফ্রেশ মুখ। আর এটাই কি তবে 'তান্ডব'-এর নায়িকা বদলের কারণ? নাকি আছে অন্য কোনও অদৃশ্য নাটক?
এখন দেখার বিষয়, কে হবেন সাবিলা নূরের জায়গার সেই 'তান্ডব কন্যা'!
নতুন মুখ, না পুরনো চমক—কেউ জানে না, কিন্তু আলোচনার পারদ উঠছে হু হু করে!
এসএন