দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুইটি বাংলাদেশি স্কুলে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এ পরীক্ষা।
পরীক্ষা অনুষ্ঠিত হয় আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এবং রাস আল খাইমার ইংলিশ প্রাইভেট স্কুলে।
আবুধাবি শেখ খলিফা স্কুলে পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের আবুধাবি দূতাবাসের দূতালয় প্রধান (ডিসিএম) শাহানাজ আক্তার রান। এখানে মোট ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত। ২৯ জন ছাত্রী ও ২৪ জন ছাত্রের মধ্যে ৫২ জন ছিলেন বিজ্ঞান বিভাগ থেকে, আর ১ জন বাণিজ্য বিভাগ থেকে।
রাস আল খাইমা স্কুলে পরীক্ষা পর্যবেক্ষণ করেন দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। এই কেন্দ্রের মোট পরীক্ষার্থী ছিল ২৯ জন—নিয়মিত ২৭ জন ও অনিয়মিত ২ জন। এর মধ্যে ছাত্র ছিল ১৬ জন এবং ছাত্রী ১৩ জন।
উভয় স্কুলে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের এই সুযোগকে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন অভিভাবকরা।