সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে তাঁর ফোনালাপে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, উভয় পক্ষ বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করতে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (CEPA) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চায়।
শেখ মোহামেদ এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘস্থায়ী ও দৃঢ় সম্পর্ক রয়েছে। এই নতুন বাণিজ্য আলোচনা সেই সম্পর্ককে আরও গভীর করবে এবং দু’দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
ইইউ’র মতে, আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে পণ্য ও সেবাবাণিজ্য, বিনিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানি, সবুজ হাইড্রোজেন ও গুরুত্বপূর্ণ কাঁচামালের মতো কৌশলগত খাতগুলো।
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্যারিফ নীতির কারণে বৈশ্বিক বাজারে উদ্বেগ বিরাজ করছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ওই সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রেখেছেন।
এই চুক্তি কার্যকর হলে ইউএই ও ইইউ উভয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এসএস