মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ শেয়ার করায় লক্ষ্মী বিশ্বাস নামের এক সহকারী শিক্ষিকাকে শোকজের চিঠি দেওয়া হয়েছে। রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের ৪২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মী বিশ্বাসকে এই শোকজ চিঠি পাঠিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা গুলসান আরা এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম মিয়া।
শুক্রবার (১০ এপ্রিল) এ বিষয়টি প্রকাশিত হওয়ার পর মাদারীপুরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে, লক্ষ্মী বিশ্বাস ফেসবুকে দুদকের অভিযানের সংবাদ শেয়ার করে সরকারি কর্মচারী আচরণ আইন লঙ্ঘন করেছেন। তাকে এক কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও প্রকাশ করা হয়েছে।
লক্ষ্মী বিশ্বাস জানিয়েছেন যে, শিক্ষিকার ইনবক্সে পাঠানো একটি সংবাদ লিংক তিনি ভুলবশত ফেসবুকে শেয়ার করেছিলেন, তবে বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে শেয়ারটি মুছে ফেলেন।
রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলসান আরা এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম মিয়া জানিয়েছেন, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই শোকজের চিঠি দেওয়া হয়েছে এবং এটি সরকারি আচরণবিধি লঙ্ঘন বলে তারা মনে করেন।
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন যে, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসার পর লক্ষ্মী বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, তবে তিনি বিষয়টি নিয়ে কোনো অন্যায় কাজ করবেন না বলে আশ্বস্ত করেছেন।
এদিকে, দুদক কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এই শোকজ চিঠি ব্যক্তিগত আক্রোশের কারণে পাঠানো হয়েছে এবং এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।
এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের মধ্যে মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ এবং উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতি সংক্রান্ত অভিযোগও রয়েছে।
এসএস