পটুয়াখালীর বাউফলে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একটি পর্যায়ে, বিএনপির দুই নেতাসহ কয়েকজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার শুরু হয়েছিল দীর্ঘদিনের বিরোধ থেকে, যেখানে মো. মফিজ হাওলাদার এবং মো. হান্নান হাওলাদারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল। গত বুধবার ফুটবল খেলাকে কেন্দ্র করে হান্নানপন্থী কর্মীরা মফিজকে মারধর করেন। এর প্রতিশোধ নিতে মফিজের পক্ষ থেকে ১৫-২০ জনের একটি দল হামলা চালায় হান্নান হাওলাদারের বাড়িতে। এর পরই সংঘর্ষে ১০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায়, বিএনপি নেতা মো. জহির উদ্দিন এবং তার ছেলে মো. তানভীরসহ দুজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।