বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটায় চারটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সাত জন জেলে মারধরের শিকার হন এবং একজনকে গুলি করে আহত করা হয়। ডাকাতরা ট্রলারগুলোর প্রায় ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা এবং ৩০টি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টার দিকে ভোলা জেলার ঢালচর ও হাতিয়ারের মধ্যবর্তী এলাকায়।
পরে কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার করে জেলেদের এবং তাদের ট্রলারগুলোকে। আহতদের মধ্যে এক জেলেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জলদস্যুরা দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে ট্রলারগুলোতে হামলা চালায় এবং জেলেদের জিম্মি করে। হামলার পর তারা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে পালিয়ে যায়।
এ ঘটনার পর কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযানে সফল হন, তবে পাথরঘাটা থানার পুলিশ জানায়, ঘটনার স্থান তাদের এলাকায় না হওয়ায় স্থানীয় থানায় তদন্ত হবে।
এসএস