আমার কাছে বিয়ে এখন অনেক দূরের ব্যাপার : তৃপ্তি দিমরি
মোজো ডেস্ক 07:45AM, Apr 11, 2025
বলিউডের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি এখনও উপভোগ করছেন ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এর সাফল্য। যদিও সিনেমায় তার চরিত্র ‘জোয়া’ ছিল ছোট, তবু রণবীর কাপুরের বিপরীতে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। এর আগে ‘কলা’, ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’-র মতো প্রশংসিত ছবিতে অভিনয় করলেও, ‘অ্যানিম্যাল’-এর পরই তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
মাত্র ২৯ বছর বয়সী এই অভিনেত্রী তার অভিনয় দক্ষতা, সরলতা ও সৌন্দর্যের জন্য ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ বেড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তিকে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্টভাবে জানান— এই মুহূর্তে শুধুই ক্যারিয়ার নিয়ে ভাবছেন, বিয়ে এখন তার অগ্রাধিকার নয়। ভবিষ্যতের জীবনসঙ্গীর ক্ষেত্রে তার চাওয়া— “সে যেন একজন ভালো মানুষ হয়, টাকা আর খ্যাতি তো এমনিতেই আসবে।”
তৃপ্তি আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্ম তার ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রেখেছে। ‘অ্যানিম্যাল’-এর আগে দর্শকরা ওটিটিতেই তাকে চিনেছে এবং ভালোবেসেছে। তিনি মনে করেন, এই মাধ্যম বহু শিল্পীর জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে।
বর্তমানে তৃপ্তি দিমরি ভারতের অন্যতম জনপ্রিয় মুখ এবং সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি খোঁজা তারকাদের একজন।