ঢাকায় আজ গান শোনাবেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আইমা বেগ
মোজো ডেস্ক 05:04PM, Apr 11, 2025
পাকিস্তানি জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ ঢাকায়। আজ শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্টে গাইবেন তিনি। কনসার্টের আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকরা জানিয়েছেন শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা কনসার্টে অংশ নিতে পারবেন।‘ওয়ান ট্রু সাউন্ড গ্রান্ড’ কনসার্টে সুরের মূর্ছনায় ভাসাবেন আইমা।
গত শনিবার (২২ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছিল। ইতিমধ্যে কনসার্টটি আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
‘ওয়ান ট্রু সাউন্ডে গ্রান্ড’ নিয়মিতই কনসার্টের আয়োজন করে। সে ধারাবাহিকতায় এবারই প্রথম আইমা বেগকে আমন্ত্রণ জানিয়েছে। এই সংগীতশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় কজন কণ্ঠশিল্পী।
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’ তে প্রথমবার প্লেব্যাক করেন তিনি। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা।
বলে রাখা ভালো, আজ ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের একটি কনসার্টে গাইবেন পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী মুস্তাফা জাহিদ।