কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, মডেল, অভিনেত্রী—শিল্পের নানা শাখায় সফল পদচারণা তাঁর। আলোচনায় আসা এই ভিন্নধর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশিনা প্রিয়া এখন কানাডা প্রবাসী।
দেশ ছেড়ে থাকলেও সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। প্রবাসে নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও উৎসব আয়োজনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন বাংলা সংস্কৃতির আলো। তাঁর পথচলা যেন একাই একটি মঞ্চ—নিরন্তর শিল্পনিষ্ঠ, বর্ণময়।
২০১৭ সালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী আরশিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম ‘এপি’।এর আগে আরশিনা প্রিয়া বিভিন্ন মিক্সড অ্যালবামে কণ্ঠ দিলেও এবারই প্রথমবার তার একক অ্যালবাম প্রকাশ হয়েছে। মনিরুল ইসলাম সোহেলের পরিচালনায় ‘স্বপ্ন যে তুই’ সিনেমায় তিনি অভিনয় করেছেন। আর্শিনা প্রিয়া প্রথম প্লে-ব্যাক করেন কবির বকুলের লেখায় ইমন সাহার সুরে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায়।
আরশিন প্রিয়া ‘কার্তুজ’ সিনেমায় নায়ক রাজ রাজ্জাকের পরামর্শে একটি আইটেম গানেও পারফর্ম করেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হন। দেশের স্বনামধন্য মডার্ন ড্যান্স কোম্পানি ঈগল ড্যান্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
আর্শিনা প্রিয়া একজন মডেল হিসেবেও কাজ করেছেন মেডিনোভা, জবা নারকেল তেল, বনফুলের বিজ্ঞাপনে। আরশিন প্রিয়া নিজস্ব একটি ফ্যাশন ব্যান্ডে আছে, Cotton Candy by AP নামে। অল্প সময়ে মধ্যে ভিন্ন ধর্মী রুচিশীল পোশাক এর সমাদৃত হচ্ছে।
আরশিন প্রিয়া বলেন, শৈশব থেকে শিল্প চর্চা করে আসছি। নৃত্য ও সংগীত সাধনা ভাষা শিক্ষার সাথে সাথে। প্রবাস জীবনে এই চাচ করে যাচ্ছি। আমার জীবন যাপনের সাথে শিল্প চর্চা জড়িয়ে আছে। নৃত্য আমার আত্মার সঙ্গে মিশে আছে। আমি নাচ ও গান নিয়ে প্রতিটি মুহূর্ত বাঁচি।
সিনেমা অভিনয় প্রসঙ্গে বলেন, আমি মূলত নৃত্য শিল্পী।শখের বসে সিনেমা অভিনয় করা।অভিনয় করতে ভালো লাগে, সুদূর কানাডায় প্রবাসে থাকায় নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করা হচ্ছেনা।নৃত্যশিল্পী হিসেবে পরিচিত থাকায় নায়করাজ রাজ্জাক স্যার এর অনুরোধে আইটেম গানে পারফর্ম করা। অনেক সিনেমার অভিনয়ের প্রস্তাব পাই সেটা সময়ের জন্য করা হচ্ছে না, তবে সবকিছু মিলে গেলে অবশ্যই সিনেমা করবো। শিল্পের প্রতি ভালবাসা থেকেই মডেলিং করা, মূলত শিল্পকে পেশা হিসেবে না নিলেও শিল্পের সঙ্গে জড়িত জীবন যাপন করছি।
প্রবাস জীবন শিল্প চর্চা প্রসঙ্গে বলেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে বেঁচে থাকি।সুদূর কানাডা,ভারত হোক কিংবা বাংলাদেশ। বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা আমার আত্মার বন্ধন,যা ছেদ হওয়া নয়। তবে বাংলাদেশে ভালো সিনেমা ও নাটকের প্রস্তাব ও আমার সময়ে সঙ্গে মিলে গেলে অবশ্যই সিনেমা করবো।
আরএ/টিএ