‘লাভ অ্যান্ড ওয়ার’ থেকে বাদ দীপিকা, যা জানালেন পরিচালক

সঞ্জয় লীলা বনসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শুরু থেকেই শোনা যাচ্ছিল দীপিকা পাড়ুকোন এই প্রজেক্টে থাকছেন। তবে অবশেষে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই ছবিতে দীপিকার কোনও ভূমিকা নেই — না তিনি ছিলেন, না রয়েছেন, এবং ভবিষ্যতের পরিকল্পনাতেও অন্তত এই সিনেমার জন্য নেই।

একজন ঘনিষ্ঠ সূত্র রসিকতা করে বলেন, “ওর চরিত্র এতটাই স্পেশাল যে কেউই জানে না!” পরে তিনি পরিষ্কার জানান, “লাভ অ্যান্ড ওয়ার’-এ দীপিকা নেই। এটা পুরোপুরি ভিত্তিহীন গুজব।”

‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা বনসালি। ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। এটি একটি পিরিয়ড রোমান্স এবং বর্তমানে ছবির শ্যুটিং চলছে। ২০২৫ সালের মধ্যেই মুক্তি পাওয়ার সম্ভাবনা।

বনসালি ও দীপিকার আগের কাজগুলি— ‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ও ‘পদ্মাবত’ — সিনেমাপ্রেমীদের কাছে স্মরণীয়। তাই ভক্তরা আবারও তাঁদের জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন। তবে আপাতত এই প্রজেক্টে তাঁদের ‘রিইউনিয়ন’ হচ্ছে না।

তবুও ভবিষ্যতের জন্য আশার আলো ফেলে রেখে গেলেন সূত্রটি— “যদি বনসালি আবার দীপিকাকে নেন, তবে সেটি তাঁদের আগের সব কাজকেও ছাড়িয়ে যেতে পারে।”

এখনই নয়, কিন্তু হয়তো কোনও একদিন।

আরএ/টিএ

Share this news on: