ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে দুই দেশের তারকাদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়েছে। এই প্রেক্ষাপটেই পাকিস্তানের করাচিতে কারিনা কাপুরের নাচের ভিডিও ঘিরে চমক। অনেকেই অবাক হলেও, বাস্তবে সেটি কারিনার নয়— বরং এআই প্রযুক্তির কারসাজি। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, তবে সঙ্গে সঙ্গে উঠেছে বিভ্রান্তি ও সমালোচনার ঝড়ও।
বলিউড তারকার এমন ডিজিটাল রূপ ভক্তদের যেমন কৌতূহলী করেছে, তেমনি প্রশ্ন তুলেছে প্রযুক্তির সীমা ও তার ব্যবহারের প্রভাব নিয়ে।
বিষয়টি খোলাসা করে বললে, করাচির একটি নাইট পার্টির মঞ্চের ডিসপ্লেতে হঠাতই উদয় হন সেই এ আই জেনারেটেড কারিনা কাপুর। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে ডিজে গানের সঙ্গে নাচছেন পার্টিতে থাকা সকলে। এমন সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড একটি ভিডিও। তাতে দেখা যায়, সেখানে নানা অঙ্গ-ভঙ্গিতে নাচের মাধ্যমে দেখানো হচ্ছে কারিনার সেই অ্যানিমেশন। আর কারিনার সেই নাচের সঙ্গে হই-হুল্লোড়ে নেচে ওঠে সকলে।
সেই পার্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।
আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী হত-কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এ আই তা আরও বীভৎস করে তুলেছে।
শুধু তাই নয়, সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’ আনাউন্সমেন্টের পরেই বেজে ওঠে ডিজে গান- নাচতে শুরু করে সেই এ আই কারিনা।
স্বাভাবিকভাবেই ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।
আরএ/টিএ