লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে হেরোইনসহ রবিউল ইসলাম (৩০) নামে ছাত্রদল এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

লালমনিরহাট সদর থানার উপ–পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, রাতে নির্জন স্থানে ৪-৫ জন যুবক মাদক সেবন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে আট পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক রবিউল ইসলাম সদর উপজেলার খোড়াগাছ এলাকার আফসার আলী মন্ডলের ছেলে এবং পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এসএস

Share this news on: