ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় ‘গাজা যুদ্ধ বন্ধে’ অনুষ্ঠিত আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এই অবস্থান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

তিনি বলেন, “গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম উপকরণ থেকেও বঞ্চিত করা হচ্ছে।”

প্রায় দেড় মাস আগে ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে। সেসময় হামাস ও ইসরায়েলের মধ্যকার জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

সৌদি মন্ত্রী স্পষ্ট করে বলেন, “যুদ্ধবিরতি চুক্তিকে গাজায় পণ্য প্রবেশের শর্ত হিসেবে ব্যবহার করা ঠিক নয়। গাজার জনগণের কাছে নিরবিচারে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে।”

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব—গাজাবাসীকে তাদের ভূমি থেকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তরের পরিকল্পনাকেও প্রত্যাখ্যান করেন।

এ সময় তিনি জানান, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে মধ্যস্থতাকারী কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের ওপর সৌদির আস্থা আছে এবং তারাও এ উদ্যোগে সমর্থন দিচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা করেন।

তারা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন অথরিটির (পিএ) অধীনে তিনটি অঞ্চলকে একীভূত করার আহ্বান জানান। বর্তমানে পশ্চিমতীরে পিএ-এর নিয়ন্ত্রণ থাকলেও গাজা শাসন করে হামাস।

বিবৃতিতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণ কার্যক্রমেরও তীব্র নিন্দা জানানো হয়।


এসএস

Share this news on: